রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিআরটিএ এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, আসিব আহসান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিআরটিএ এর উপ-পরিচালক আশরাফুজ্জামান, রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর বিআরটিএ এর সহকারি পরিচালক ফারুখ আলম, সহকারি পুলিশ কমিশনার ইমরুল কায়েছ ফরহাদ, রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, বিআরটিএ এর রংপুর বিভাগীয় পরিচালক নুর সাফা, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিনের সহ সভাপতি আশরাফ আলী, নিরাপদ সড়ক রংপুর কমিটির সভাপতি সাজ্জাত হায়দার স্বাধীন।
সভায় জেলা প্রশাসক জনগণের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সবাইকে একসাথে কাজ করার এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানান। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।