রংপুর মহানগরীতে জামায়াতের গণমিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। একই সঙ্গে মিছিল থেকে ৯ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তবে আটক কর্মীদের এখনও নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর ভাঙ্গা মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি সুপার মার্কেট মোড় পর্যন্ত পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
পরে জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
আবু মারুফ হোসেন আরও বলেন, জামায়াত-বিএনপি যাতে রংপুরে কোনোরকম নাশকতা করতে না পারে, সে জন্য পুলিশ সজাগ রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
খবর: বাংলাভিশন অনলাইন