রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী এবং তাদের স্বজনদের নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের জোড় করে/বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এমন তথ্যে মহানগরী এলাকার গুড হেলথ হসপিটাল, ধাপ আপডেট ডায়াগনষ্টিক সেন্টার, সোনার বাংলা ক্লীনিক, পপুলার-২, ধাপ সড়ক ভবনের সামনে থেকে দূর দূরান্ত হতে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানো, বাকবিতন্ডা করার সময় দালাল চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।