রংপুর নগরীর খামার মোড় এলাকায় অভিযান চালিয়ে নিউরন, ক্যাম্পাস ও মেধা সিড়ি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন পরিচালকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর খামারের মোড় এলাকায় সোমবার বিকেলে জেলা প্রশাসন ও র্যাব ১৩ এর পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রসাশকের নির্বাহী ম্যাজিস্ট্রট মাহমুদুল হাসান মৃধা।
তিনি সাংবাদিকদের বলেন, স্বাস্থ বিধি ও সামাজিক দূরত্ব না মেনেই সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টারগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, দুই কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাকীগুলোর বিরুদ্ধেও ধারাবাহিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
অভিযান শেষে এপ্লাস নিউজের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাইকে অনলাইনে পড়াশুনার আহ্বান জানান।