রংপুর নগরীর পায়রা চত্বর মোড় নিকটস্থ দেশ রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডার নামের রেস্টুরেন্টটি উচ্ছেদ করা হয়েছে ।
রবিবার (১১ই অক্টোবর) সকাল ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
প্রশাসন সূত্রে জানা যায় যে, রেড ক্রিসেন্ট, রংপুর ইউনিটের মালিকানায় ০.০৪৮১ একর (প্রায় ৫ শতক) জমি বহুদিন থেকেই লিজ নিয়ে দেশ রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডার নামের রেস্টুরেন্টের মালিক ব্যবসা করে আসছে । কয়েকবার লিগ্যাল নোটিশ দিলেও রেস্তোরাঁর কর্তৃপক্ষ জমিটি দখল দিতে অসম্মতি জানায় । ফলে জমিটির দখল নিতে আজকের এই উচ্ছেদ অভিযান
এছাড়াও উক্ত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা , রেড ক্রিসেন্ট রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানুল কাউছার সংগ্রাম সহ সদস্যবৃন্দ এবং এলাকাবাসী ।