শুক্রবার (৯ অক্টোবর) সকালে রংপুর জেলার সাইকিলিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত সাইকেল চালিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ ও শিশু নির্যাতন এর প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছে রংপুর সাইকিলিস্ট এর সব যুবক শিক্ষার্থীরা।
এই রেলি অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন রংপুর এর সাইকিলিস্ট সাজিদ হোসাইন ,রাকিবুল, আল আমিন, আসিফ,মেবিন,আবির, রুম্মান,সৌরভ, আবির 2, প্রমূখ।
এ সময় তারা টাউন হল থেকে শুরু হয়ে ওখানে থেকে মেডিকেল মোড় সে খান থেকে আবার টাউন হল হয়ে শাপলা হয়ে পার্ক এর মরে শেষ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর এর দাবী জানায় এবং সারাদেশে সংঘটিত এই নির্যাতন ধর্ষণ নিপিড়ন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।