নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ রংপুর এর ত্রি বার্ষিক সম্মেলন স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।
ত্রি বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল। নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা জেবুন্নেসা জেবিন এর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন সংগীত শিল্পী অন্তর রহমান, নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ আহবায়ক নুরজাহান আক্তার শিল্পী, নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ উপদেষ্ঠা শাহনাজ লাভলী, মেট্রো কমিউনিটি পুলিশিং সদস্য সচিব আব্দুর কাদের দিদার প্রমুখ।
উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম, আওয়ামীলীগ নেতা ত্রি বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন বাল্য বিবাহ বন্ধে সবাইকে আহŸান জানিয়ে তিনি বলেন নারীদের প্রতি নির্যাতন হলে ততক্ষণাৎ পুলিশকে জানান, পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে, নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ বদ্ধপরিকর। সম্মেলন শেষে নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ রংপুর এর নুরজাহান আক্তার শিল্পীকে সভাপতি ও মিয়া মোঃ সুজনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।