রংপুরে ছাত্রী নিবাস থেকে সোনালী রায় (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর লালবাগ এলাকার কেডিসি রোডের মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনালী রায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সুভাষ চন্দ্রের মেয়ে। সে কারমাইকেল কলেজে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।
চলমান ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন সোনালী। পরীক্ষা ভালো না হওয়ার হতাশা থেকে সোনালী আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা। সোনালী চার ভাইবোনের মধ্যে সবার ছোট।
সোনালীর বাবা জানান, অনার্স শেষ বর্ষের পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল সে। রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে চিন্তা না করার জন্য বলেছেন। কিন্তু সোমবার সকালে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাতে মেয়েটি রুমে একা ছিল। সকালে নাশতা দেওয়ার জন্য মেসের বুয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় দড়ি বাঁধা এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে