রংপুরের কাউনিয়ায় বিয়ের প্রলোভনে অপহরণের অভিযোগে আরশ মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মেয়েটিকেও উদ্ধার করা হয়।এর আগে ঘটনায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা।
গ্রেফতার আরশ কাউনিয়ার সারাই ইউনিয়নের তেলিটারী গ্রামের মশিউর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন ওই যুবক। এ নিয়ে তার পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
গত ১ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে যান আরশ। এদিকে মেয়েকে কোথাও না পেয়ে থানায় জানান মেয়ের বাবা।
মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) জোতিষ চন্দ্র বর্মণ বলেন, গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে।
এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।