পুলিশ মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট রংপুর জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পুলিশ মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু,জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড.আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার প্রমূখ।