প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
রংপুর জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সহায়ক উপকরণ হুইল চেয়ার, ট্রাই সাইকেল, হেয়ারিং এইড ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল শনিবার জিলা স্কুল মাঠে আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঁঞা, জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, সমাজসেবা উপ পরিচালক আবদুল মতিন, জাতীয় এ্যাডভোকেসি ফোরাম সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তাপস কুমার রায় প্রমুখ।