প্রেম ও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পাস নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার দুপুরে রংপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অফিসার ইনচার্জ আব্দুর রশিদ। গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন স্থানে ভাড়ায় বাসা নিয়ে প্রেমের ফাঁদে ফেলে যৌনকর্ম এবং পরে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করত। গ্রেফতারকৃতরা হলেন নগরীর ধাপ এলাকার বীনা রানী ওরফে মুক্তা ওরফে সুমি, কচি, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, শ্রী বিষ্ণু রায়, সেকেন্দার, রাজা, শ্যামল, সোহাগী, জোনাকি, জান্নাতুল ফেরদৌস, শাহনাজ, লিজা ও মনি ।
এর মধ্যে একজন পুলিশের স্ত্রী রয়েছেন বলেও জানা গেছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার ফাঁদে ব্যবহারকৃত ১৩ টি মোবাইল, তিনটি ব্যাংক এটিএম কার্ড এবং নগদ ২২ হাজার টাকাও উদ্ধার করা হয়। পুলিশ বলছে এই সংঘবদ্ধচক্র টি দীর্ঘদিন থেকে রংপুর মহানগরীতে কর্পোরেট সেক্সের মাধ্যমে অপরাধ এবং টাকা হাতিয়ে নেয়ার কাজের সাথে জড়িত এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।