শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন

রংপুরে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার মাদক সেবনের ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

অজ্ঞাত স্থানে গোপনে ফেনসিডিল সেবন করেও রেহাই মিললো না ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার। মাত্র ১৮ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন ওই কর্মকর্তা।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফেনসিডিল সেবনের ভিডিওটি রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমনের। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

ফাঁস হওয়া ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত কোনো এক স্থানে ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ কয়েকজন ফেনসিডিল সেবন করছেন। এ সময় সুমনের পরনে ট্রাউজার ও ট্র্যাকসুট ছিল। সঙ্গে তার কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও দেখা যায়। মাদক সেবনে সুমনের সঙ্গী হিসেবে আরেকজন থাকলেও তার মুখ দেখা না যাওয়ায় পরিচয় জানা যায়নি।

এদিকে ফেনসিডিল সেবনের ভিডিওটি ফাঁস হওয়ার পর রংপুর নগরজুড়ে ব্যাপক সমালোচনা চলছে। ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন জিএল রায় রোড কামাল কাছনা, শালবনসহ আশপাশের এলাকায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ওই কর্মকর্তার শাস্তি দাবি করেছেন।

স্থানীয় সামাজিক সংগঠন বর্ণালী সংঘের সাধারণ সম্পাদক মুন্না বলেন, আমি নিজেও কয়েকদিন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তাকে মাদক সেবন করতে দেখেছি। অনেকেই তাকে নিষেধ করেছেন। কিন্তু সুমন উল্টো তাদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়েছেন।

স্থানীয় বাসিন্দা পিন্টু বলেন, আমাদের এলাকায় সন্ধ্যা হলেই খোলামেলা পরিবেশেই ফায়ার সার্ভিসের সুমন ফেনসিডিল সেবন করতেন। আমরা তার বিচার চাই। তা না হলে এ রকম ঘটনা ঘটতেই থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, অনেকদিন আগে কয়েকজন জোর করে আমাকে ফেনসিডিল খেতে বাধ্য করে। ওই সময় ভিডিও ধারণ করে। কিন্তু আমি এসব খাই না। একটি চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে আমি থানায় জিডি করেছি।

তবে ভিডিওটিতে স্বেচ্ছায় ফেনসিডিল সেবন করতে দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি আমি শুনেছি। ইতোমধ্যে ভিডিও ক্লিপটিও পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও লিংক :https://fb.watch/47eJBbW-2k/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!