২০২২ সালের নির্বাচনী আমেজ কাটিয়ে সকালে উদিত হয়েছে ২০২৩ সালের নতুন সূর্য। ক্যালেন্ডারের পাতায় গণনা শুর হলো নতুন দিনের। নতুন বছর শুরুর সাথে সাথে শুরু হয়েছে নতুন প্রত্যাশা। আর নতুন বছরের প্রথম দিনে নতুনবই হাতে পেয়ে উৎসবে মেতে উঠার অপেক্ষায় কোমলমতি শিশুরা।সারাদেশের মতো রংপুরে বছরের প্রথম দিনে করা হয় বই উৎসব। রংপুরের বিভিন্ন স্কুলে বই উৎসবে মেতে ওঠে ধহফ ক্ষুদে শিক্ষার্থীরা।
জেলা শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, রংপুর জেলার ৩ হাজার ১৩৫ টি মাধ্যমিক ও প্রাথমিক স্তরের ৯ লাখ ৫২ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ২ কোটি ৮১ লাখ ৭৮ হাজার বই বিতরণ করা হয়।
রবিবার সকালে রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিবি মেম্বার কে এইচ ফখরুল আনাম বেঞ্জুসহ শিক্ষক প্রতিনিধি ও শ্রেণি শিক্ষকরা।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল এন্ড কলেসসহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।