রংপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ডিসির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু, পুলিশ সুপার ফেরদৌস আলী, মে্েরটাপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা,জেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ মাজেদ আলী বাবুল, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের আহŸায়ক ডা. দেলওয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহŸায়ক আবুল কাশেম পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ প্রশাসন সেলিম আহমেদ, উপাধ্যক্ষ একাডেমী মঞ্জরুল ইসলামসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে দিকে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে জিলা স্কুল থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি টাউল হলে যেয়ে শেষ হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিশুদের মাঝে ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।