বাংলাদেশ জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুর প্রেস ক্লাব চত্ত¡রে বাংলাদেশ জাসদ রংপুর জেলা শাখার এক আলোচনা সভা জেলা সভাপতি মোঃ তছলিম উদ্দিন সভাপতিত্বে এবং সম্পাদক আখতারুজ্জামান মওলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক জেলা সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বাদলসহ বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ধনোঞ্জয় রায়, আইন বিষয়ক সম্পাদক লুৎফর হক সরকার, মহানগর য্গ্মু সম্পাদক ফিরোজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান আলোচক শাহীনুর রহমান বাদল বলেন, জাতি আগে মহাসংকটে নিম্মোজিত ৭১ এর পরাজিত শক্তি আই, এস, আই এর দোসরেরা বাংলাদেশ কে একটি তালেবানি রাষ্ট্র বানানের গভির ষরযন্ত্র করছে। লন্ডনে বসে মহান মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করার মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ব্যার্থ রাষ্ট্র বানানোর গভীর ষরযন্ত্র হচ্ছে।চক্রান্ত হচ্ছে। আজকে এ জাতীকে রক্ষার জন্য স্বাধীনতাকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের ঐক্যর বিকল্প নাই।এই সভা থেকে অনতিবিলম্বে রংপুর একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য সরকারের কাছে দাবী জানান।
এদিকে বাংলাদেশ জাসদ রংপুর মহানগর কমিটি জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। গতকাল রোববার নগরীর সুমি কমিউনিটি সেন্টার আলোচনা সভায় রংপুর মহানগর জাসদের সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলদেশ জাসদ রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিরাজুন্নবী মিলন, রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা রনি, জাসদ মহনগরের নেতা প্রভাষক গোপাল রায়, বিশ^ময় রায়, আব্দুল হান্নান প্রমূখ।