বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি বলেছেন, সারাদেশের মানুষের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। যাতে করে এদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা তিনি করেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে এদেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সারাদেশের সাংবাদিকদের ভালো মন্দ কথা চিন্তা করে সব সময় পর্যায়ক্রমে সাংবাদিকদের তার পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করেন। এরই অংশ হিসাবে আজ আমরা করোনাকালীন সময়ে রংপুরে যারা জীবন বাজি রেখে তথ্য সংগ্রহ করে খবর প্রচার করেছেন, তাদের সম্মানার্থে এ চেক বিতারণ অনুষ্ঠান। টাকা বড় কথা নয় এ উপহার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার। সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশ করে দেশকে মুক্তিযদ্ধের চেতনায় উৎজিবিত করে দেশের কল্যাণে কাজ করার আহŸান জানান।
রবিবার সকালে রংপুরের জেলা প্রশাশক এর সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদেনর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-রংপুরের জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, রংপুরের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলম, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান এ সময় রংপুরের কর্মরত সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২৯ জন সাংবাদিককে ১০,০০০ টাকা করে মোট ২,৯০,০০০ টাকা বিতরণ করা হয়।