কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল। শুক্রবার (৩০ ডিসেম্বর) গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে গণমিছিলটি নগরীর ছালেক পেট্রোল পাম্প হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রংপুর নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।