৫১ তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে পৃথিবী সুরক্ষায় এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫১ তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান এর সভাপতিত্বে বিশ্ব মানদিবসের মূল প্রবন্ধ উপস্থপনা করেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তানিয়া তোফাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক শরিফ। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই এর উপপরিচালক রেজাউল হক, ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আফসানা পারভিন প্রমুখ।