সুুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উদযাপন করেছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা শাখা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রংপুর রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী বস্তিতে সুুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের আয়োজন করে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার স্বেচ্ছাসেবীরা। শুরুতে পথশিশুদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে দীর্ঘ সময় তাদের সঙ্গে গল্পে সময় কাটায় সবাই। সবশেষে খাবারের আয়োজন করা হয়।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আহ্বায়ক সাহারা খাতুন সেতু এপ্লাস নিউজ কে বলেন, ‘বছরে শত শত দিবস আসে-যায়। যাবতীয় দিবসের বর্ণাঢ্য আয়োজন কেবল সমাজের বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের প্রথম দিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ-পরামর্শ দিয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে এই ভিন্ন আয়োজনে সংগঠনের সদস্য সাওমুন জুবায়ের সাকিন,সান্তনা আক্তার,রাকিব হাসান,তনিকা তাবাসসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ’ স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্তের রক্তদানে উদ্বুদ্ধকরণ, দুস্থ-অসহায় শিশু রোগী ও হতদরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক অনুদান প্রদান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে আসছে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিবেশ পরিচ্ছন্নকরণসহ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।