ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে রংপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আশ্রয়ণ প্রকল্প-২ এর কার্যক্রম তুলে ধরেন, জেলা প্রশাসক আসিব আহসান। তিনি জানান, রংপুর জেলার ৮ উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য ১ হাজার ২৭৩টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৮১৯টি ঘর আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। চলতি মাসের মধ্যে বাকীঘরের নির্মাণ কাজ সমাপ্ত হবে। ঘর নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২১ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে রংপুরের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।