বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতয়ালী থানার ১৭ নং ওয়ার্ডে ভগিবালাপাড়া সবুজবাগ গুরু ডিটারজেন্ট এন্ড সোপ ফ্যাক্টরীতে ডিসি ডিবি মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান নির্দেশনায়, এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে, এসি (ডিবি) মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর এ বি এম ফিরোজ ওয়াহিদ এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নকল ডিটারজেন্ট অনুমান ৫শ কেজি, সুপার এক্সেল ২০ গ্রাম, ৫০ গ্রাম, ১শ গ্রামের প্যাকেট সহ মোট ১ হাজার প্যাকেট, ওজন ৩শ কেজি, সুপার এক্সেল এর বিভিন্ন খালি প্যাকেট ৩ হাজার পিস, ক্যালসিয়াম ক্যামিকেল ১শ কেজি, সোডিয়াম বাই কার্বোনেট ১শ কেজি, নকল সাবান ২ হাজার পিস, নকল সামগ্রী তৈরির যন্ত্রপাতি সহ মোট প্রায় ৫ লক্ষ টাকার ভেজাল মালামাল জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতবিন কুতুব, মোঃ আঃ মান্নান এর পুত্র অভিযুক্ত মোঃ আতিকুর রহমান (৩৫) কে বিএসটিআই আইনে ১৫(১)/২৭ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন এবং সকল জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।