রংপুর শহরের বিভিন্ন সার্জিক্যাল দোকানে বিদেশ থেকে আমদানী করা অবৈধ বিভিন্ন ডাক্তারী যন্ত্রপাতি রাখার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা আদালত পরিচালনা করেন ।
অভিযানে জেলা ওষুধ প্রশাসনের তত্বাবধায়ক ছাড়াও জেলা সিভিল সার্জনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালত সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।