রংপুরের জামাল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৫টায় মার্কেটের ভেতরের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল পৌনে ৬টা থেকে ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুনে পুড়ে গেছে ১৬টি গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান। ঈদকে সামনে রেখে কাপড় মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাবসায়ীদের দাবি প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের ব্যাপারে নিশ্চিত তথ্য যানা যায়নি তবে ব্যাবসায়ীরা বলছেন আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে ।