রংপুরের জনপ্রিয় ফেসবুক গ্রুপ রংপুরে যা যা দেখেছি এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
২০১৯ সালের এই দিনে ফেসবুক ভিত্তিক গ্রুপটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রুপের এডমিন এবং মডারেটর প্যানেল নানা আয়োজন গ্রহণ করে । আনুষ্ঠানিকতার মধ্যে তারা মধ্যরাতে প্রথম প্রহরে ফেসবুকে স্টাটাস দিয়ে সকল দর্শকদের তাদের প্রতিষ্ঠার কথা জানিয়ে দেয় । এরপর অনেক দর্শক তাদের শুভেচ্ছা জানায় ।দুপুরে নগরীরর একটি রেষ্টুরেন্টে কেক কেটে গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।
এসময় ৮৬ হাজার সদস্যের এই গ্রুপের প্রতিষ্ঠাতা খালিদ হাসান মিলু বলেন, গ্রুপ কে মানবিক কাজে নিয়োজিত করতে বেশ কিছু পদক্ষেপে গ্রহণ করা হচ্ছে শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে । গ্রুপের মডারেটর আকাশ খান জানান,শুধুমাত্র বিনোদনের নয়;রংপুরের দরিদ্র মানুষের সাহায্যে বৃহৎ এই গ্রুপ এগিয়ে আসবে ।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন খালিদ হাসান মিলু,জাহিদ হাসান লিমন,তুহিন সরকার এবং মডারেটররওশন আহমেদ রুশু, আকাশ খান, আলি হাসান,মিম জান্নাতুল জতি,নাদিরা নিপা, সাকিলা সহ অনেকে।