রংপুরের ঐতিহাসিক শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জনার্দন জিউ মন্দির কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় রংপুর সরকারি কলেজ চত্বরে এর উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম। সু
ব্রত সরকার মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বনমালী পাল, শ্রী শ্রী ল²ী নারায়ন জনার্দন দেবত্তর এষ্টেট’র সম্পাদক স্বপন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন রায়, কোষাধ্যক্ষ উৎপল বনিক, পুজা উদযাপন পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক তাপস ঘোষ, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত সরকার, মদন মোহন ঠাকুরবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ দাস মনু, সহ-সম্পাদক রনজিত রায়, সদস্য রাজেন চন্দ্র রায়, পুজা উদযাপন পরিষদের পরশুরাম থানার সভপতি সুধীর রায়, বাবলু রায়, কৃষ্ণ রায় প্রমুখ।