রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ২৩ নং ওয়ার্ডস্থ জলকড় মসজিদ মোড় শাহ সোপ ফ্যাক্টরীতে অভিযান পরিচালানা করে বিপুল পরিমানে-
সুপার ছাই গ্রিন কাপর কাচার সাবান,নিউ হাঙ্গর গ্রিন কাপর কাচার সাবান,ছাই সুপার বল সাবান,ছাই পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাওয়ার,কেমিক্যাল, স্টিকার ও তৈরি সামগ্রী, বিভিন্ন নামীয় ৪ টি আইটেমের সাবান এবং মেশিনপত্র সহ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কোম্পানির মালিক মোঃ জাকির হোসনে কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উক্ত প্রতিষ্ঠান কে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেন।
অভিযানকৃত ফ্যাক্টরীতে কোন ধরণের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,কর্মিদের চিকিৎসা সনদ এবং মেশিন অপারেটর ছিলো না।