স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সিতো-রিউ কারাতে স্কুলের রজত জয়ন্তী এবং ইয়োগা জোনের এক যুগপূর্তি উপলক্ষে রংপুরে সিটি মেয়র বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রংপুর জিমনেসিয়ামে সিতো-রিউ কারাতে স্কুল ও ইয়োগা জোনের আয়োজনে এবং রংপুর সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভাগের ৮ জেলা থেকে আগত কারাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সিতো-রিউ কারাতে স্কুলের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেড আনোয়ারুল ইসলাম, সিতো-রিউ কারাতে স্কুলের সহ-সভাপতি মঞ্জুরআহমেদ আজাদ, সহ-সভাপতি আশরাফুল আলম আল-আমিন, সহ-সভাপতি এনামুল হক সোহেল, সহ-সভাপতি মাহামুদুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, প্রচার ও প্রচারণা সম্পাদক আতিক উল্লাহ আতিক, যুগ্ম সম্পাদক শাহাজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক এমএ মালেক।
এর আগে নগরীতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়।