রংপুরের হারাগাছে ডিবি পুলিশ এ এস আই রায়হানুল এর নেতৃত্বে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আটককৃত দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭অক্টোবর) সকালে এই মামলায় আটক মেঘলা ও শম্পা নামের দুই জনকে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
তবে এ মামলার মূল অভিযুক্ত ডিবির এএসআই রায়হানুল কে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে আটক রাখা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
গত রোববার সন্ধ্যায় রংপুর মহানগরীর হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে ডেকে এনে নবম শ্রেনির এক ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ও বাড়ীর ভাড়াটিয়াসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন ধর্ষনের শিকার ওই ছাত্রীর বাবা আয়নাল হক।পরে মামলার তদন্তভার পিবিআইকে দেয়া হয়।