রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর এলাকায় ব্র্যাক অফিসের সামনে আনুমানিক রাত ৮:৩০ মিনিটে মোটরসাইকেল ও কাভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গংগাচড়ার বেতগাড়ী সন্তান উৎস মৃত্যু বরণ করে।
উৎস দশম শ্রেণী পড়ুয়া একজন ছাত্র। কিশামত শেরপুর (বেতগাড়ীর হাট) মৃত বাবু মাস্টারে বড় ছেলে মিঠু মিয়ার একমাত্র সন্তান।