বুধবার, ৩১ মে ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন

রংপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় ৪১ হাজার ২৮৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দানের লক্ষ্যেমাত্রা নির্ধারণ করে রংপুর মহানগরীরতে শুরু হয়েছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন। গতকাল শনিবার রংপুর সিটি কর্পোরেশনে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় তিনি বলেন, হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বর্ধিতার জটিলতা দেখা দিতে পারে। এজন্য ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা নিতে হয়। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু কোনো অবস্থাতেই অসুস্থ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না।

ক্যাম্পেইনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, ডাবিøউএইচও এর বিভাগীয় সমন্বয়কারী জোবায়ের আল মামুন, এসআইএমও গোলাম মোস্তফা, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাউয়ুম ও শোয়ায়েব ইকবাল। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর নগরীর ১৬ থেকে ৩০নং ওয়ার্ডের ৩৬৯টি কেন্দ্রসহ ঝুঁকিপূর্ণ ১৮এলাকার শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হচ্ছে। ১৮০জন স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারীর মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।

পরে দুপুর সাড়ে ১২টায় রংপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শণ করেন রংপুর বিভাগীয় (স্বাস্থ্য) উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ও সিভিল সার্জন হিরম্ব কুমার রায়। উল্লেখ্য, প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যাতিত এই টিকা প্রদান করা হবে। এ সময় টিকা গ্রহণ করে কোনো শিশু অসুস্থ হলে অভিভাবকদের না ঘাবড়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালসহ সিটি করপোরেশনে যোগাযোগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!