হেফাজতে ইসলামের ডাকা হরতালে রংপুরে সারা নেই। হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত ও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর।
নগরীর জাহাজ কোম্পানির মোড়, পায়রাচত্তর, স্টেশন বাজার, কাচারি বাজার, মাহিগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রযেছে। পথে অটো রিক্সাসহ অন্যান্য যানবাহন চলাচল করছে স্বভাবিক ভাবে। কেন্দ্রীয় বাস স্টান্ড থেকে বাস চলাচল করতে দেখা গেছে।এদিকে দুপুরে জেলা ছাত্রলীগ,মহানগগর ছাত্রলীগ,জেলা স্বেচ্ছাসেবকলীগ,মহানগর স্বেচ্ছাসেবকলীগ পক্ষ থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলগুলো নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হরতাল বিরোধী স্লোগান দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ আহমেদ বলেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে রয়েছে।
রংপুরের হেফাজত নেতা ইউনুস আলী মুঠোফোনে বলেন, আমরা হরতালের কর্মসূচি দিয়েছি। পরবর্তি কর্মসূচি নির্ধারণে আমরা জরুরী বৈঠকে বসেছি। এখন কিছু বলা যাবেনা।