শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩২ অপরাহ্ন

রংপুরে ৫ম শ্রেণির প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

রংপুরের কাউনিয়ার হারাগাছে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে মামলা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৪০) গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।

সবজিবিক্রেতা আশরাফুল সারাই ইউনিয়নের ভিতরকুটি গ্রামের মৃত হামেজ দালালের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার ধুমেরকুটি গ্রাম এলাকায় স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির বাকপ্রতিবন্ধী স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ধর্ষণচেষ্টা করে একই ইউনিয়নের আশরাফুল।

এসময় শিশুটির মা ও বাবা বাড়িতে ছিলেন না। এরপর এলাকার লোকজন শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসলে আশরাফুল পালিয়ে যায়।

শিশুটির মা বলেন, আমার প্রতিবন্ধী মেয়েকে স্কুল যাওয়া-আসার পথে ওই আশরাফুল প্রায়ই উত্ত্যক্ত করতো। মেয়ে আমাকে জানালেও প্রতিবন্ধী হওয়ায় তার কথায় আগে গুরুত্ব দেইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

তিনি বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশরাফুলকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!