লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় রংপুর ক্যান্ট পাবলিক স্কুল কলেজের সাবেক লাইব্রেরীয়ান
সহীদুন্নবী জুয়েলের গায়েবানা জানাজা শনিবার দুপুরে তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জিলা স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গুজব ছড়িয়ে একজন ধর্মপ্রাণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো।
মানববন্ধনে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার ক্লাবের সদস্য
সাংবাদিক আরিফুল হক রুজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিয়ার
রহমান শফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বেরোবি শিক্ষক ড.তুহিন
ওয়াদুদ, বাসদ নেতা আব্দুল কুদ্দুছ সহ রংপুর জেলা স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন
ছাত্ররা অংশ নেয় ।