বুধবার, ৩১ মে ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

রংপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর ম্যুড়ালে শ্রদ্ধা ও যৌথ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

রংপুর জেলা আওয়ামীলীগের সদ্য অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ এর বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী ও সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) নগরীর বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নবাগত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু।

এডভোকেট রেজাউল করিম রাজু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কে সোনার বাংলা গড়তে আমাদের আরো ধৈয্য, ত্যাগ স্বীকার করতে হবে। কেননা আওয়ামীলীগ এদেশের গণমানুষের সংগঠন। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের কোন আচরণে, কোন কর্মকান্ডে কোন মানুষ যেন কষ্ট না পায়। আওয়ামীলীগের উপর মানুষের আস্থা আছে, আমাদের সেই আস্থা ধরে রেখে গণমানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। মাদক সন্ত্রাসমুক্ত রংপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি তৃনমূলের মানুষের কাছে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা পৌছে দিতে সকলের প্রতি আহবান জানান।

 

এসময় তিনি আরও বলেন, সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে ষড়যন্ত্র তৈরী হয়েছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং দেশ বিরোধী ও পাকিস্তানের দোষর দের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে ম্যুরালে সামনে থেকে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ও সারাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

পরে সাড়ে ১১টার দিকে নগরীর বেতপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২০ রংপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদন দেন।

 

এতে তিন বছর মেয়াদি (২০১৯-২০২২) কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এতে উপদেষ্টা পরিষদের ২৭ জন সদস্য ছাড়াও ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি রয়েছেন ১১ জন। বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ২৫ জন। একজন কোষাধ্যক্ষ ও সদস্য রয়েছেন ৩৬ জন। এবারের অনুমোদিত ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পায় দলের ত্যাগী প্রবীন ও নবীনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!