গত ২০ ফেব্রুয়ারী রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জেলা জাপার আহ্বায়ক পদটি শূণ্য হয়ে পড়ে। এমন অবস্থায় শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা জাপার দলীয় কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সম্মতিক্রমে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়।
জরুরী সভায় জেলা জাপার সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু,মহানগর জাপা সভাপতি এস এম ইয়াসির,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজোলী বেগম প্রমুখ।