রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১১তম কার্যনির্বাহী কমিটির সভা বুধবার বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল।
সভার শুরুতে মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রয়াত গোলাম মোস্তফা বাটুল ও মটর শ্রমিক নেতা প্রয়াত আবুল কালাম আজাদসহ সকল প্রয়াত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সহ সভাপতি লুলু, সহঃ সাধারণ সম্পাদক রোনাচুজ্জামান মিন্টু প্রমুখ। সভায় আগামী ১৭ নভেম্বর সকাল ১০টায় বাস টার্মিনাল প্রাঙ্গনে সাধারণ সভার স্বীদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান এমপি। এছাড়াও সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা করতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিটিতে রয়েছেন, চেয়ারম্যান জাকির হোসেন কাঞ্চন, ভাইচ চেয়ারম্যান তছলিম মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আজাদ ও রানা। সভায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। ।