বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

রংপুর টিসিবির আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে সাংবাদিকের মামলা

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ভয় ভিতি প্রদর্শন, গালাগাল, খুন, জখম, করার হুমকি ধমকি দেওয়ায় রংপুর টিসিবির আঞ্চলিক কর্মকর্তা প্রতাব রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছে করতোয়ার রংপুর প্রতিনিধি সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী।

মঙ্গলবার রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এর বিচারক ফজলে এলাহীর আদালতে এই মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, দৈনিক করতোয়সহ বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয়, অনলাইন ও টেলিভিশনে টিসিবির পঁচা পিয়াজ বিক্রির প্রতিবেন প্রকাশিত হওয়ার পর রংপুর টিসিবির আঞ্চলিক কর্মকর্তা বিভিন্ন সময় দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধিকে ভয় ভিতি প্রদর্শন, গালাগাল, খুন, জখম, করার হুমকি ধমকি দিয়ে আসছে। এই ঘটনার প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এর বিচারক ফজলে এলাহীর আদালতে দন্ডবিধির ৫০০,৫০৬ ও৫০৬(২) ধারায় এই মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৫ মের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী সামসিয়া বেগম জানান, প্রত্রিকায় টিসিবির বিরুদ্ধে খবর প্রকাশিত হওয়ায় একজন সরকারী কর্মকর্তা হিসেবে তিনি কাউকে গুমকি দিতে পারেন না। আমি আদলতকে বলেছি মামলাটি যেন পিবিআইকে তদন্ত করতে দেয়। আদালত আমাদের কথা শুনেছেন বলে জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!