বৈশ্বিক সংকট কাটবেই- আমরা জয়ী হবই এই শ্লোগানে রংপুর নাট্যকেন্দ্র’র ২২ বছর পূর্তিতে নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাউনহল মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি প্রকৌশলী মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও নাট্যকেন্দ্রের সাধারন সম্পাদক রাজ্জাক মুরাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অঞ্জলিকা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ, মনোয়ার হোসেন, প্রফেসার শাহ আলম, সাংবাদিক আফতাব, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রংপর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম, সাবেক কালচারাল অফিসার আব্দুর রহিম, রংপুর শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু, নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু প্রমুখ। রচনা ও নির্দেশনায় শায়িক সিদ্দিকী নিল ললিতার গীত পালা পরিবেশনায় রংপুর নাট্যকেন্দ্র মঞ্চে অভিনয় করেছেন ১৫ জন শিল্পী, নেপথ্যে ৫ জন। স্বাস্থ্যবিধি মেনে টাউন হল মঞ্চে দর্শনীর বিনিময়ে টাউন হলের পরিপূর্ণ ছিল দর্শক।