বৈশ্বিক সংকট কাটবেই- আমরা জয়ী হবই এই শ্লোগানে রংপুর নাট্যকেন্দ্র’র ২২ বছর প‚র্তিতে নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে টাউনহল চত্বরে নাট্যোৎসবের উদ্বোধন করেন অঞ্জলিকা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি প্রকৌশলী মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্যকেন্দ্রের সাধারন সম্পাদক রাজ্জাক মুরাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রংপর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম, রংপুর থিয়েটারে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম বাবলু, রংপুর শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু, কবিও সাংবাদিক মাহবুব আলম।
সঞ্চালনা করেন রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মোকছুদার রহমান মুকুলসহ অন্যান্য শিল্পীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রংপুর নাট্যকেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম রাজ, কোষাধ্যক্ষ শেখ মাহবুব, কার্যকরি সদস্য সাব্বির পারভেজ সজিব, প্রমথেশ দাশ গুপ্ত, নুর ইসলাম আকরামসহ নাট্যশিল্পী, রাজ্জাক মুরাদ। উৎসব উপলক্ষে ৫ ও ৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায় টাউন হলে নিল ললিতার গীত এবং শিখন্ডী কথা” নাটক দুটি মঞ্চস্থ হবে।