রংপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সভা সোমবার পাবলিক লাইব্রেরি হলে জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিটিএজবির উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, শিক্ষা অধিদপ্তরের শাহনাজ বেগম, সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান, রংপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান, মুহাম্মদ আলিম উদ্দিন, সদস্য মোসাদ্দেক হোসেন বাবলু, মনোয়ার হোসেন, পার্থ বোস, নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু, বিভাগীয় সরকারী গন গ্রন্থাগারের সহকারী পরিচালক আবেদ হোসেন, সদস্য প্রফেসর শাহ আলম, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, শাহনাজ বেগম, আলী আহমেদ প্রমুখ।
সভায় লাইব্রেরি ভবন সংস্কার ও বই সংরক্ষণ নতুন সদস্য ভর্তি কর্মচারী নিয়োগ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।