বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যের সমন্বয়ে ৮টি বিভাগে টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সংগঠনের সমস্যাসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সংগঠনের গতিশীলতা আরও বাড়বে।
বাংলাদেশ আওয়ামীগীল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংবাদ সম্মেলনে ৮টি বিভাগীয় টিম ঘোষনা করেছেন। ৪/১০/২০২০ রোববার ৮টি বিভাগের মধ্যে রংপুর বিভাগে সমন্বয় কমিটির সদস্য হিসেবে এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়াকে এই টিমের সদস্য করায় রংপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি সম্পাদক গণ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন মহি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল গণি দুলাল, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু।
এই টিমের সমন্বয়ক হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন দায়িত্ব পালন করবেন। সেই সাথে সমন্বয় টিমের সদস্য হিসেবে রংপুর বিভাগের দায়িত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন রমেশ চন্দ্র সেন ও শাজাহান খান, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম।