রংপুর বিভাগের ৮ জেলায় করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় একযোগে দ্বিতীয় ডোজের টিকা দেয়া কার্যক্রম শুরু হয়।
সকালে রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।
বুধবার পর্যন্ত সারা দেশে করোনার ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন।
এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন, নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। এ পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে ৯৩৯ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন