রংপুর মহানগরীতে দু’টি ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে নগরীর ২৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়ায় শ্যামা সুন্দরীর খালের উপর একটি ব্রিজ এবং ৩১নং ওয়ার্ডের নাজিরদিগর এলাকায় অপর একটি ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
ভারতিয় অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে এ ব্রিজ নির্মাণ কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তফিজুর রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্যানেল মেয়র সামসুল হক, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্ডল ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মিলনসহ অন্যান্য সূধীজন।