বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার টাউনহল রংপুর মহানগর আওয়ামীলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় তিনি রংপুর আওয়ামীলীগকে আরো বেশি সুসংগঠিত করার জন্য দ্রæত থানা কমিটি করার তাগিদ এবং ওয়ার্ড আওয়ামীলীগ কে সক্রিয় করার পরামর্শ দেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি এডভোকেট সফুরা বেগম। সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি। সঞ্চালনা করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এদিকে একই দিনে সকালে সার্কিট হাউসে রংপুর জেলা আওয়ামীলীগের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।