গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ পুলিশ কমিশনার (ডিবি) মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিঃ উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায়, এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ আতিয়ার রহমান, এসআই( নিঃ) নাজমুল ইসলাম, কং/ সুজন চন্দ্র, কং/আজিজুল, কং/ শাহজাহান পরশুরাম থানাধীন আমাশু কুকরুল নগর সাস্থ্য কেন্দ্র- ২ সংলগ্ন কুকরুল ব্রিজের উপর থেকে আসামী মোঃ লাভলু ইসলাম (৩২), পিতা-মোঃ আব্দুল জলিল, মাতা- মৃত লতিফুন, সাং- গলাকাটা মোড়, ওয়ার্ড নং-৪, থানা- পরশুরাম আরপিএমপি, রংপুর এর হেফাজতে (ব্যাটারী চালিত অটো চালানো অবস্থায়) দুই পায়ের মাঝখানে রাখা প্লাস্টিক বাজার করা ব্যাগের ভিতরে থেকে ৩০ বোতল ফেন্সিডিল এবং একটি ব্যাটারী চালিত অটো উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান।