বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

রংপুর মেডিকেল কলেজের সামন থেকে দালাল চকেরে ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক রংপুর মেডিকেল এর সামন থেকে দালাল চক্রের ০৪ সদস্য গ্রেফতার

 

অদ্য ১৪/১১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন মেডিকেল গেইট সংলগ্ন যাত্রি ছাউনির সামনে থেকে দালাল চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রত্যহ যেসকল অসুস্থ রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের সাথে বাগবিতন্ডের সৃষ্টি করছে এবং জোড় করে/বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে, অদ্য ১৪/১১/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর কর্মপরিকল্পনায় ইন্সপেক্টর (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন মেডিকেল গেইট সংলগ্ন যাত্রি ছাউনির সামনে চলাচলের পাকা রাস্তার উপর রোগি ও তাদের লোকজনের সাথে বাগবিতন্ডা সৃষ্টিকারী দালাল চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ ওমর ফারুক (২৩), পিতা – মোঃ আহ লতিফ, উত্তম মুুন্সিপারা, হাজিরহাট, রংপুর, ২) আহসান হাবিব (৪২), পিতা- মাহফুজার, সাং- জুম্মাপাড়া, কোতয়ালী, ৩) আলাউদ্দিন হোসেন (৩২), পিতা- মোশারফ হোসেন, চিলা খাল, গঙ্গাচড়া এবং ৪) মোঃ রুহুল আমিন (২৫), পিতা- সুলতান, সাং- গজঘন্টা, থানা- গঙ্গাচড়া, রংপুর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় ননএফআইআর প্রসিকিউশন নং ৬৪৫/৬৪৬ ধারা, রংপুর মহানগর আইন ২০১৮ এর ৭৮ ধারা দাখিল করা হয়। (খবর বিজ্ঞপ্তি)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Aplusnews.Live
Design & Development BY Hostitbd.Com

অনুমতি ছাড়া নিউজ কপি দন্ডনীয় অপরাধ। কপি করা যাবে না!!