করোনা সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক স্বাস্থ্যবিধি মেনে নগরীর দুস্থ অসহায় মানুষদের পাশে ত্রাণ সামগ্রি নিয়ে দাড়িয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের নেতৃবৃন্দ।
জেলা পরিষদ চত্বরে আয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট দুস্থদেরকে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, হ্যান্ডসপ দুটি, লন্ড্রিসপ দুটি, সার্জিক্যাল মাস্ক ২টি সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের সভাপতি এ্যাড. ছাফিয়া খানম, উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারী রওশানুল কাওছার সংগ্রাম, কার্যনির্বাহী সদস্য মাহে আলম রিপন, আরিফুল কবির বাটুল, ফারুক আহমেদ, আশরাফুল আলম আল আমিন, আজীবন সদস্য অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সালমা হোসেন, নাজনিন রহমান প্রমুখ। জেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস আহমেদ, যুব প্রধান সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ। এসময় রংপুরের বিভিন্ন এলাকার ৫শ ৫০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।