আর্ত-মানবতার সেবায় নিবেদিত রংপুর লায়ন্স ক্লাব অক্টোবর সেবা মাস উদ্বোধন ও বিশ^ লায়ন্স দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধন পূর্বে রসিক মেয়র বলেন, আর্ত-মানবতার সেবার ক্ষেত্রে রংপুর লায়ন্স ক্লাবের সুনাম সর্বত্রই। এই ঐতিহ্য ধারাবাহিকভাবে ধরে রেখে কাজ করে যাচ্ছে ক্লাবটি। ক্লাবের সাথে যারা জড়িত রয়েছেন তারা সেবক হিসেবে সমাজে সমাদৃত। তিনি ক্লাবের সকল কর্মকান্ডের সাথে একাত্বতা ঘোষণা করেন।
লায়ন্স ক্লাব রংপুরের ক্লাব প্রেসিডেন্ট লায়ন হাসান মাহবুব আখতার লোটন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অক্টোবর সেবা মাস উদযাপন কমিটি ২০২০ চেয়ারম্যান লায়ন এ কে এম বানিউল আদম বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক বীরমুক্তিযোদ্ধা লায়ন আকবর হোসেন, লায়ন এমদাদুল ইসলাম, আইপিপি লায়ন আল হেলাল, ক্লাব সেক্রেটারী ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত, ক্লাব ট্রেজারার লায়ন মনজিল মুরাদ লাভলু, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, লায়ন আজহারুল ইসলাম দুলাল, লায়ন শফিকুল ইসলাম, লায়ন জাভেদ হাসান, লায়ন ফারহান হাসান বিথি, লায়ন রুমি, লায়ন আলহাজ্ব আব্দুল হালিম বুলু, লায়ন রানা মাসুদ, লায়ন অনিন্দ্য আউয়ালসহ অন্যান্য লায়নবৃন্দ।
পরে একটি র্যালী বের হয়ে ক্লাব চত্বর থেকে নগরীর জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালী ও উদ্বোধনী কর্মসূচীতে সকল লায়ন, লেডি লায়ন, ও লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। অক্টোবর সেবা মাস ২০২০ উপলক্ষে ৯ অক্টোবর হামিদিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া কওমী মাদ্রাসা সাহেবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ ও চক্ষু পরীক্ষা, ১১ অক্টোবর হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা পশ্চিম মুলাটোলে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও গাছের চারা বিতরণ, ১২ অক্টোবর বেলবাড়ি কেরামতিয়া হাফিজিয়া ও এতিম খানা বেলবাড়িতে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসেবা, আসবাবপত্র বিতরণ ও বৃক্ষরোপন, ১৪ অক্টোবর লায়ন্স স্কুল এন্ড কলেজ সম্মুখে মাস্ক বিতরণ, ১৭ অক্টোবর লায়ন্স ক্লাবে স্বাস্থ্য সেবা প্রদান, ডায়াবেটি পরীক্ষা ও রক্তের গ্রুপ পরীক্ষা, ১৮ অক্টোবর জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদ্রাসায় বৃক্ষরোপন ও ২০ অক্টোবর লায়ন্স ক্লাবে মাদকের কুফল বিষয়ক সেমিনার ও দুঃস্থ পুনর্বাসন এবং ক্রেষ্ট বিতরণ করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।