লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ ২ এর জেলা গভর্ণর লায়ন কামরুন নাহার পিএমজেএফ বলেছেন, দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের পাশে থাকে লায়ন্স ক্লাব সদস্যরা। সুন্দর দেশ গঠনে লায়ন্স ক্লাবের সদস্যরা সচেষ্ট রয়েছে। সমাজের দুখী মানুষের পাশে লায়ন সদস্যরা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে।
দুর্যোগকালীন সময়ে দুখী ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাবের সদস্যরা। বিশ্বে সবচেয়ে বড় সেবার ক্লাব লায়ন্স ক্লাব। ক্লাবের সদস্যরা ঝুঁকি নিয়ে হলেও সাহায্যের হাত বাড়াতে কারপণ্য করে না। সুন্দর একটি দেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যরাও অংশীদার। রংপুর লায়ন্স ক্লাব পুরোনো ও শক্তিশালী ক্লাব। ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
তিনি শনিবার রাতে রংপুরের লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে লায়ন্স ক্লাব অব রংপুরের ৪৬তম অভিষেক ( লিওসহ), ইনডাকশন, ইনস্কুলেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুই পর্বের অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মো: আল হেলাল ও নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন হাসান মাহবুব আখতার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ম ভিডিজি লায়ন জালাল আহমেদ এমজেএফ, ২য় ভিডিজি লায়ন ইঞ্জিঃ মোঃ আব্দুল ওহাব এমজেএফ, কেবিনেট সচিব লায়ন আনিসুর রহমান খান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর ও দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ পিজিডি, কনভেনশন ট্রেজারার লায়ন শামসুন্নাহার, রিজিওনাল চেয়ারপারসন হেডকোয়াটার লায়ন মঞ্জুর কাদের, লায়ন আতিকুর রহমান, বগুড়া মহাস্থান লায়ন্স ক্লাব সভাপতি লায়ন আব্দুল মবিন জিন্নাহ প্রমুখ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে লিও সদস্যদের শপথ করানো হয়। পরে লায়ন্স ক্লাব অব রংপুরের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা ৩১৫ এ২ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন কামরুন নাহার পিএমজেএফ।
অনুষ্ঠানে অভিষেক কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল, নবনির্বাচিত সেক্রেটারী লায়ন ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত, ট্রেজারার লায়ন মনজিল মুরাদ লাভলুসহ লায়ন সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।